হোম > সারা দেশ > নোয়াখালী

মুক্তিযোদ্ধার সন্তানের ভুয়া সনদে পুলিশে চাকরি, ১৭ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

বাবার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেওয়ার অপরাধে মো. আরিফুল ইসলাম নামের এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ৩ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ. এন. এম. মোরশেদ খান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। এ তথ্য নিশ্চিত করেছেন দুদক নোয়াখালী পিপি আবুল কাশেম। 

পিপি আবুল কাশেম বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম পুলিশে চাকরি নেওয়ার সময় তাঁর বাবার নামে একটি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করে নেন। পরে সেই সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেবল পদে চাকরি নেন। পরে বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে অভিযোগ এলে তদন্তে নামে দুদক। সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। সোমবার দুপুরে বিভিন্ন ধারায় তাঁকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির