হোম > সারা দেশ > কুমিল্লা

ডাক্তারবিহীন হাসপাতাল ভ্রাম্যমাণ আদালতের সিলগালা, ৭০ হাজার টাকা জরিমানা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে একটি অবৈধ হাসপাতালে অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা ও হাসপাতাল সিলগালা করেছে প্রশাসন। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাঙ্গরা বাজার সংলগ্ন শারমিন আরিফ হাসপাতালে এই অভিযান পরিচালনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম।

জানা যায়, অভিযানের সময় হাসপাতালে কয়েকজন গর্ভবতী ও প্রসূতি নারী ভর্তি ছিল। হাসপাতালে ডাক্তার থাকার কথা থাকলেও আবাসিক অথবা দায়িত্বরত কোন চিকিৎসক পায়নি ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে কর্তৃপক্ষ কোন প্রকার কাগজপত্র দেখাতে পারেনি। পরে ভ্রাম্যমাণ আদালত শারমিন আরিফ হাসপাতালের মালিক জুনিয়র মিডওয়াইফ শারমিন আক্তারকে ৭০ হাজার টাকা জরিমানা করে এবং হাসপাতালটি সিলগালা করে দেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নাজমুল আলম বলেন, এই হাসপাতালে আমরা কোন ডাক্তার ও নার্স পাইনি। একজন জুনিয়র মিডওয়াইফ এই হাসপাতালটি পরিচালনা করছিলেন। তাদের বৈধ কোন কাগজপত্র ছিল না। তাই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়েছে। মুরাদনগরে কোন লাইসেন্স বিহীন হাসপাতাল চলতে দেওয়া হবে না। আমাদের এই অভিযান চলমান থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাশ বলেন, ‘শারমিন আরিফ হাসপাতালটি কোন প্রকার অনুমোদন না নিয়ে দীর্ঘদিন ধরে ডাক্তার ছাড়াই চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছে খবর পেয়ে আমরা এই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাই। অভিযানে মালিককে ৭০ হাজার টাকা জরিমানাসহ হাসপাতালটি সিলগালা করি।’ 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির