হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় ছাত্রদল নেতার মৃত্যু, আহত ২ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালক সাবেক ছাত্রদল নেতা মো. আদিল মিয়া (৩২) নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই আরোহী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সদর উপজেলার চিনাইর নোয়াবাড়ি রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। 

আদিল মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকার জাহের মিয়ার ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি চিনাইর এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছিল। ওই সময় মোটরসাইকেলে করে জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. আদিল মিয়া এবং তার দুই বন্ধুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে ফিরছিলেন। 

এ সময় মোটরসাইকেলটি লেভেল ক্রসিং আসলে ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই আদিল ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। তার সঙ্গে থাকা অপর দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানান চিকিৎসক। 

 এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ