চট্টগ্রাম ব্যুরো: বৃহত্তর চট্টগ্রামের কিছু জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটের দিকে ৪.৯ মাত্রায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে ভূমিকম্পে চট্টগ্রাম নগরীর কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
যুক্তরাষ্ট্রের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস সূত্রে জানা গেছে, এ সময় প্রতিবেশী দেশ মিয়ানমারে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। যার উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ৬১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। উপকেন্দ্র (ভূপৃষ্ঠ) থেকে ২৭ দশমিক ৩ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল।