হোম > সারা দেশ > কুমিল্লা

পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা সেই শনাক্ত ব্যক্তির বাড়িতে কেউ নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনাক্ত ব্যক্তির নাম ইকবাল হোসেন (৩৫)। তিনি কুমিল্লা নগরের সুজানগর এলাকার নূর আহমেদ আলমের ছেলে।

সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ ।

সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি কিছু একটা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন। আবার ঘণ্টাখানেক পর তাঁকে কিছু একটা কাঁধে নিয়ে রাস্তায় সন্দেহভাজনভাবে ঘুরতে দেখা যায়। আর এই এক ঘণ্টার মধ্যে মন্দিরের চিত্র পরিবর্তন হয়। তবে মন্দিরের ভেতরে কোনো সিসি ক্যামেরা না থাকায় ভেতরে ওই সময় কী ঘটেছে তা জানা যায়নি। 

এ বিষয়ে বিস্তারিত জানতে ইকবাল হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি।  

জানা যায়, ইকবাল হোসেনের বাবা একজন মাছ ব্যবসায়ী। কিন্তু কেন, কাদের জন্য তিনি কাজটি করেছেন, তা এখনো স্পষ্ট নয়। তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আগামীকাল বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফারুক আহমেদ।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল