হোম > সারা দেশ > কক্সবাজার

সেবাবঞ্চিতদের নিয়ে কক্সবাজারে দুদকের গণশুনানি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে সরকারি দপ্তরের সেবাবঞ্চিত নাগরিকদের নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গণশুনানি করেছে। আজ বুধবার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সকাল ১০টায় শুরু হওয়া গণশুনানি বিকেল সাড়ে ৪টার দিকে শেষ হয়। 

এতে সরকারি দপ্তরের ভূমি, ইউনিয়ন পরিষদ, থানা, বিদ্যুৎ, চিকিৎসা, কৃষিসহ অন্তত ২২টি দপ্তরের বিরুদ্ধে গণশুনানি করা হয়। 

 ‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই স্লোগানে কক্সবাজারে দুদকের উদ্যোগে অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক। 

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান এতে সভাপতিত্ব করেন। এতে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাহমুদ হাসান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, দুদক সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মনিরুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

গণশুনানিতে সরকারি অফিসে সেবা পেতে হয়রানির শিকার এবং সেবা বঞ্চিত বিভিন্ন এলাকার লোকজন অভিযোগ নিয়ে অংশগ্রহণ করেন। জেলা কার্যালয়ের সরকারি দপ্তরের প্রধানদের উপস্থিতিতে এসব অভিযোগ তোলা হয়। 

দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা, নিষ্ঠা, মানবিকতা ও মূল্যবোধ সৃষ্টি করায় গণশুনানির উদ্দেশ্য। এর কারণে বিভিন্ন সরকারি দপ্তরে সেবা সহজীকরণ ও হয়রানি বা দুর্নীতি বন্ধে ভূমিকা রাখবে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ