হোম > সারা দেশ > নোয়াখালী

‘তাণ্ডব’ সিনেমার পাইরেসির মূল হোতা নোয়াখালীতে গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়। ছবি: আজকের পত্রিকা

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূল হোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বনানী থানায় দায়ের করা ওই মামলায় তাঁকে ঢাকায় হস্তান্তর করা হবে।

মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার টিপু সুলতান বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ‘তাণ্ডব’ মুক্তির পরপরই অনলাইনে এর এইচডি (হাই ডেফিনিশন) পাইরেটেড সংস্করণ ছড়িয়ে পড়ে, যা চলচ্চিত্রশিল্পের জন্য একটি বড় ধাক্কা ছিল। প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট কলাকুশলীরা এতে চরম হতাশা প্রকাশ করেন। এ ঘটনায় সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুঁইয়া (শাহরিয়ার শাকিল) উক্ত আসামিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে ঢাকার বনানী থানায় মামলা দায়ের করেন।

নোয়াখালী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আশরাফ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এ ঘটনার তদন্তে নামে এবং দীর্ঘ নজরদারির পর আজ মূল হোতাকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামিকে বনানী থানায় হস্তান্তর করা হবে।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা