হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদীতে প্লাস্টিকের বস্তায় মিলল ৪ লাখ ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে টেকনাফের আলুগোলা এলাকা থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের নাজিরপাড়ার আলুগোলা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে আসছে।

এ সময় একটি নৌকা নাফ নদীর কিনারায় এসে টহল দলের উপস্থিতি টের পেয়ে পাঁচ-ছয়জন তীরবর্তী কেওড়া বাগানে পালিয়ে যায়। পরে টহল দল নৌকা থেকে চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলো থেকে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহিউদ্দীন আহমেদ জানান, জব্দ নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত