হোম > সারা দেশ > কক্সবাজার

নাফ নদীতে প্লাস্টিকের বস্তায় মিলল ৪ লাখ ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ইয়াবাসহ একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে টেকনাফের আলুগোলা এলাকা থেকে এসব জব্দ করা হয়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফের নাজিরপাড়ার আলুগোলা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে আসছে।

এ সময় একটি নৌকা নাফ নদীর কিনারায় এসে টহল দলের উপস্থিতি টের পেয়ে পাঁচ-ছয়জন তীরবর্তী কেওড়া বাগানে পালিয়ে যায়। পরে টহল দল নৌকা থেকে চারটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। বস্তাগুলো থেকে ৪ লাখ ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মহিউদ্দীন আহমেদ জানান, জব্দ নৌকাটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ