হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় সাড়ে ১৫ হাজার ইয়াবাসহ একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৯-৭৪১৮) জব্দ করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় হোমনা-মেঘনা রোডের জয়দেবপুর মাথাভাঙ্গা এলাকায় প্রাইভেট কারটি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) টিবলু মজুমদার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে হোমনা থানায় মামলা করেছেন। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার জয়দেবপুরে মাথাভাঙ্গা এলাকায় পুলিশের চেকপোস্ট দেখে মাদক কারবারিরা তাদের প্রাইভেট কার নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। একপর্যায়ে প্রাইভেট কারটি ফেলে চালক ও তার সহযোগী ফসলি জমির ভেতর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। 

ওসি আরও বলেন, এ সময় ফেলে যাওয়া প্রাইভেট কারটি তল্লাশি করে ১৫ হাজার ৬০০ ইয়াবা উদ্ধারের পাশাপাশি কারটি জব্দ করা হয়। 

ওসি সাইফুল ইসলাম বলেন, মাদক কারবারিরা সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে মাদকের চালান নিয়ে আসে। হোমনাকে মাদকের রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সময়ে এগুলো রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় গাড়ির চালক ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার