হোম > সারা দেশ > ফেনী

বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন, কিশোরীর মাকে ৬ মাসের জেল 

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনী পরশুরামে ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে কিশোরীর মাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার দুপুরে উপজেলার মির্জানগর ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীর সঙ্গে পার্শ্ববর্তী ইউনিয়নের চন্দনা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ কাইয়ুমের ছেলে শহীদের আজ বিয়ে ঠিক হয়। এদিকে বাল্যবিয়ে হচ্ছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়ে বন্ধ করা হয়। এ ঘটনায় কিশোরী বাবা বিদেশ থাকায় বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী তাঁকে ছয় মাসের জেল দেওয়া হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা জানান, বাল্যবিবাহ নিরোধ আইনে মেয়ের মাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ছেলের বাবা পলাতক রয়েছেন। ছেলের বাবা একটি বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু