মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলি ও টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।
এ ছাড়া ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।
রায় ঘোষণার পর কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিনহার বড় বোন বলেন, ‘ভাই হত্যার বিচার পেয়েছি।’
এদিকে রায় শুনে আদালতের কাঠগড়ায় হট্টগোল শুরু হয়। তবে প্রদীপ ছিলেন নিশ্চুপ। বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন এসআই নন্দদুলাল রক্ষিত তাঁর মৃত্যুদণ্ডের রায় শুনেই হাউমাউ করে কান্না জুড়ে দেন।
হত্যাকাণ্ডের চার দিন পর ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হত্যা মামলা করেন। মামলায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: