হোম > সারা দেশ > কক্সবাজার

মোবাইল ফোনে লুডু খেলা নিয়ে বাগ্‌বিতণ্ডা, কিল-ঘুষিতে যুবক নিহত 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার সময় কিল-ঘুষিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের কালাচান্দের মায়েরঘোনা প্রকাশ মইক্ক্যাঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইউনুছ (৪০)। তিনি ওই এলাকার মৃত দিল মোহাম্মদের ছেলে।  

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শুক্রবার সন্ধ্যায় হারবাং ইউনিয়নের কালাচান্দের মায়েরঘোনা প্রকাশ মইক্ক্যাঘোনা গ্রামে মোহাম্মদ ইউসুপের দোকানের সামনে নুরুনবী, জহির, ইউনুছসহ আরও কয়েকজন মোবাইল ফোনে লুডু খেলছিলেন। খেলায় জয়ের বিষয় নিয়ে ইউনুছের সঙ্গে অন্যদের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে কিল-ঘুষিতে ইউনুছ মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 
 
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, ‘লুডু খেলা নিয়ে দুই পক্ষের তর্কাতর্কির সময় কিল-ঘুষিতে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেলে তা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।’ 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শনে যায়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ