হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৯ জনের সাজা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের সাজা দেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আল আমিন, মো. নয়ন মিয়া, রাব্বি ব্যাপারী, বেলাল হোসেন, মো. কামাল, মো. আলম, আল আমিন, জালাল হোসেন ও বিল্লাল হোসেন। তাঁদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তাঁদের মধ্যে একজনকে এক বছর, একজনকে ছয় মাস ও একজনকে এক মাস সাজা দেওয়া হয়। বাকি সবাইকে ১৫ দিন করে সাজা দেওয়া হয়। তা ছাড়া সবাইকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক আরও বলেন, ওই ৯ জন ছাড়া অভিযানে ৪০টি ইয়াবাসহ মো. সৈকত হোসেনকে আটক করা হয়। তা ছাড়া ৫৯টি ইয়াবা উদ্ধার করে পলাতক আসামি শাকিল খানের নামে ব্রাহ্মণপাড়া থানায় পৃথক মামলা করা হয়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত