হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে দুই রোহিঙ্গা যুবকসহ ৪ জন গ্রেপ্তার, পেটে মিলল ৪৫০০ ইয়াবা 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা যুবকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার হাজার পাঁচ শ ইয়াবা, দুটি মোবাইল, একটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। গতকাল বুধবার বেগমগঞ্জের রসুলপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারেরা হলেন বেগমগঞ্জের রসুলপুরের আবদুর রহিমের স্ত্রী কামরুন নাহার (২৫), একই বাড়ির ফরহাদ হোসেনের স্ত্রী বিবি আয়েশা (২৩)। রোহিঙ্গা যুবকেরা হলেন টেকনাফের পশ্চিম লেদারটাল ক্যাম্পের ২৫৮ নম্বর কক্ষের আবুল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম ও লেদা এলএমএস ক্যাম্পের ১৪১ নম্বর কক্ষের আবদুল করিমের ছেলে রফিক বাইলা।

পুলিশ জানায়, দুই রোহিঙ্গা নাগরিক কক্সবাজার থেকে পেটের ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা এনে নোয়াখালীর বিভিন্ন স্থানে পৌঁছে দিত। এর অংশ হিসেবে বুধবার তারা ইয়াবার চালান নিয়ে বাসে করে নোয়াখালীর বেগমগঞ্জে আসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রসুলপুর এলাকায় অভিযান চালায় বেগমগঞ্জ থানার পুলিশ। 

অভিযানকালে আলী আক্কাস মিয়ার বাড়ি থেকে তিন হাজার তিন শ ইয়াবাসহ দুই নারী ও রোহিঙ্গা দুই যুবককে আটক করা হয়। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাদের পেটের ভেতরে আরও ইয়াবা রয়েছে। তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে বিশেষ কায়দায় পেটে করে আনা আরও ১২০০ টি ইয়াবা উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।’

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর