হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে আবাসিক হোটেল থেকে শারমিন আক্তার (২৬) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১টার দিকে শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার হোটেল আল মারওয়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শারমিন আক্তার (২৬) গোলাপগঞ্জের কাশিয়ানী উপজেলার মোহাম্মদ মহসীন শেখের মেয়ে। ওই তরুণী হোটেলে একা উঠেছিলেন বলে জানা গেছে।

কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পরিদর্শক নাজমুল হুদা বলেন, বুধবার ভোরে শারমিন আক্তার একা কক্সবাজার বেড়াতে আসেন। তিনি হোটেল আল মারওয়াতে কক্ষ ভাড়া নিতে যান।  এ ময় হোটেল কর্তৃপক্ষ শারমিন একা হওয়ায় কক্ষ ভাড়া দিতে অনীহা প্রকাশ করে। পরে মোবাইল ফোনে মা পরিচয়ে এক নারীর সঙ্গে হোটেলের দায়িত্বরতদের আলাপ করিয়ে দেন। এরপর তাঁকে হোটেলটির তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া দেওয়া হয়। 

নাজমুল হুদা আরও বলেন, বুধবার সন্ধ্যা পর্যন্ত তরুণীর কোনো চলাফেরা বা যোগাযোগ না পেয়ে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ওই তরুণীর ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল