চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কনভেয়ার বেল্টে থাকা পরিত্যক্ত সিগারেটের প্যাকেট থেকে ১৪টি স্বর্ণের বিস্কুট উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে বিমানবন্দরের ২ নম্বর কনভেয়ার বেল্ট থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা ওই প্যাকেট উদ্ধার করেন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা স্বর্ণের বিস্কুটের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার ওপরে।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, কনভেয়ার বেল্টের ওপরে পরিত্যক্ত অবস্থায় প্রথমে একটি সিগারেট প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটটি বিমানবন্দরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে খোলা হলে তখন বিশেষ কায়দায় সিলভার কালারের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৪টি স্বর্ণের বিস্কুট পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, স্বর্ণগুলো এয়ার অ্যারাবিয়া এয়ারলাইনস জি-৯-৫২৬-এ করে বিমানবন্দরে এসেছে। ওই স্বর্ণ জব্দের আগে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজ আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে বলে জানান তিনি।