হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিক নেতার ভাই অপহরণের ৩ ঘণ্টা পর মুক্ত

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

অপহরণের তিন ঘণ্টা পর মুক্ত করে দেওয়া হয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক সাইদুল ইসলামের বড়ভাই নুরুল ইসলাম নুরুকে। গত শনিবার রাত ৮টার দিকে তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

এর আগে সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান উপজেলার অলিমিয়া হাট অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে স্থানীয় সন্ত্রাসী মো. জাবেদ, রাশেদ, নুরুল হুদা, আলমগীর, জিকু ও মোজাহার আলমসহ ৬ থেকে ৮টি মোটরসাইকেলে করে নুরুল ইসলাম নুরুকে অপহরণ করে। এরপর তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

ভুক্তভোগী নুরুল ইসলাম নুরু বলেন, ‘অপহরণকারীরা আমাকে মারধর করে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এরপর আমার পকেটে থাকা ১৩ হাজার টাকা নিয়ে যায়। আমার পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ অবস্থায় আমার পরিবারের সদস্যরা স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন।’

তিনি আরও বলেন, ‘এ ছাড়াও প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে আমার পরিবারের সদস্যরা যোগাযোগ করার পর নানা চাপে পড়ে অলিমিয়া হাট বাজারের কাশেম মেম্বারের ঘাটা এলাকায় তিন ঘণ্টা পরে আমাকে ছেড়ে দেওয়া হয়।’

নুরুল ইসলাম নুরু বলেন, ‘শনিবার সন্ধ্যায় রাউজান উপজেলার অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে জাবেদ, রাশেদ, নুরুল হুদা, আলমগীর, জিকুসহ ৬ থেকে ৮ টি মোটরসাইকেল করে ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী আমাকে অপহরণ করে। অপহরণের সময় মোটরসাইকেলে উঠতে দেরি হওয়াতে মোজাহার আলম আমাকে থু থু মারে। আমার মোবাইল ভাঙচুর ও আমাকে মারধর করে।’

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত (ওসি) এ কে এম শফিকুল আলম বলেন, ‘এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২