হোম > সারা দেশ > বান্দরবান

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

থানচি (বান্দরবান) প্রতিনিধি  

থানচিতে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের থানচিতে কারবারি হেডম্যানের মাধ্যমে পাহাড়িদের বিয়ে নিবন্ধন চলতি মার্চ থেকে শুরু হবে। এ জন্য প্রতিটি কারবারি হেডম্যানের হাতে নিবন্ধন বই দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলা পরিষদের হলরুমে হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের মিলন মেলা ও প্রথাগতবিষয়ক আলোচনা সভায় এসব কথা জানানো হয়।

‘হেডম্যান কারবারি একসঙ্গে চলি, প্রথা রীতিনীতি সংরক্ষণে এক থাকি’ এই প্রতিপাদ্যে বোমাং সার্কেল হেডম্যান-কারবারি কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, সদস্য আইনজীবী উবাথোয়াই মারমা, ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল, থানার ওসি নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বোমাং সার্কেলের হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সম্পাদক উনিংহ্লা মারমা প্রমুখ।

উপজেলা হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের সভাপতি বাথোয়াইচিং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক উবামং কারবারি, হেডম্যান শিমন ত্রিপুরা, পিটর কারবারি, ঞোহ্লা কারবারি, জ্ঞানলাল কারবারি প্রমুখ। সঞ্চালনা করেন হেডম্যান মুইশৈথুই মারমা।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার ১১টি মৌজাপ্রধান হেডম্যান, ২৪২টি গ্রামের প্রধান, সরকারি, বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬