হোম > সারা দেশ > ফেনী

বাসচাপায় নিহত বেড়ে ২, আহত ৩ 

ফেনী প্রতিনিধি

ফেনী-সোনাগাজী উপজেলা আঞ্চলিক সড়কের গোবিন্দপুর এলাকায় বাসের চাকা ফেটে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে গিয়ে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চালকের মৃত্যু হয়েছে ফেনী জেনারেল হাসপাতালে ও অপর জনের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন অটোরিকশার তিন যাত্রী।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার গোবিন্দপুর এলাকার চালতাতলি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীসহ একটি সিএনজিচালিত অটোরিকশা জেলার সোনাগাজী উপজেলা থেকে ফেনী সদরে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা ব্লাষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে চাপা দেয়। এতে অটোরিকশাচালক নুরুজ্জামানসহ ৫ জন গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক নুরুজ্জমানকে মৃত ঘোষণা করেন। এ সময় অপর আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও অটোরিকশার যাত্রী মারকাজুল হুদা মাদ্রাসার শিক্ষার্থী উম্মে হাবিবা শারমিন আক্তারকে (১৩) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাৎক্ষণিক আহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত অটোরিকশাচালক নুরুজ্জামান ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বাগের হাট এলাকার আবুল কালামের ছেলে। এছাড়া অপর যাত্রী উম্মে হাবিবা শারমিন আক্তার ফেনী সদর উপজেলার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সে লালপোল মারকাজুল হুদা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন বলে পরিচয় পাওয়া গেছে।’ 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল