হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালী-৪ আসন থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী-৪ আসন থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাবনায় নোয়াখালী-৪ আসন থেকে অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আজ বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ও সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে সোনাপুর-কবিরহাট সড়ক অবরোধ করে শিক্ষার্থী ও সাধারণ লোকজন এই বিক্ষোভ করেন।

এ সময় সড়কে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। পরে নেয়াজপুর ইউনিয়নের বাসিন্দারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব সুধারাম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে—এমন আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সলিম উল্যাহ বাহার হিরণ, সদর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল প্রমুখ।  

বক্তারা বলেন, সংসদীয় আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে নির্বাচন কমিশন ‘অখণ্ড প্রশাসনিক ইউনিট’ রক্ষাকে গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে দেখালেও নোয়াখালী–৪ আসন থেকে অশ্বদিয়া ও নেয়াজপুর ইউনিয়নকে বাদ দেওয়া হয়েছে নিয়ম না মেনেই। নেয়াজপুর ও অশ্বদিয়া ইউনিয়নকে আগের নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সঙ্গে যুক্ত করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তাঁরা।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু