হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন। তাঁরা রেললাইনে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ আসা ট্রেনে কাটা পড়ে মারা যান।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তাঁদের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন পাঁচ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে তিন বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পরিদর্শক এস এম শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুনেছি, ট্রেনে কাটা পড়ে তিনজন মারা গেছেন। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ বলেন, ‘স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাঁদের মৃত ঘোষণা করি।’

ডা. এরশাদ উল্লাহ আরও বলেন, ‘নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত না, রেলের আঘাতে মৃত্যু হয়েছে কি না। কীভাবে নিহত হয়েছে, সেটি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে শতাধিক লোকজন এসেছিল। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে যায়। তারা ডেথ সার্টিফিকেটও নেয়নি। পরে হাসপাতালে পুলিশ এসেছিল।’

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট