হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধু মারা গেছেন। তাঁরা রেললাইনে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ আসা ট্রেনে কাটা পড়ে মারা যান।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। তাঁদের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের ওপর বসে গল্প করছিলেন পাঁচ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে তিন বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পরিদর্শক এস এম শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুনেছি, ট্রেনে কাটা পড়ে তিনজন মারা গেছেন। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এরশাদ উল্লাহ বলেন, ‘স্থানীয় লোকজন তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা করে আমরা তাঁদের মৃত ঘোষণা করি।’

ডা. এরশাদ উল্লাহ আরও বলেন, ‘নিহতদের শরীরে আঘাতের চিহ্ন থাকলেও আমরা নিশ্চিত না, রেলের আঘাতে মৃত্যু হয়েছে কি না। কীভাবে নিহত হয়েছে, সেটি নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। হাসপাতালে শতাধিক লোকজন এসেছিল। স্থানীয় লোকজন মরদেহ নিয়ে যায়। তারা ডেথ সার্টিফিকেটও নেয়নি। পরে হাসপাতালে পুলিশ এসেছিল।’

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে