হোম > সারা দেশ > নোয়াখালী

মধ্যরাতে চিৎকার-চেঁচামেচি, কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মধ্যরাতে চিৎকার-চেঁচামেচির অভিযোগে ১২ কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার রাত ২টার দিকে পৌরসভার ওবায়দুল কাদের এমপি সড়ক (বাইপাস) থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। 

আটকেরা হলেন—তাহসিন সালমান (১৮), মাহমুদুর রহমান জিসান (১৮), সৈকত হোসেন (২২), আবদুল আল মামুন (১৮), ইকবাল তাহসিন (১৮), আরিফুর রহমান (১৮), মোনতাকিম হোসেন (১৮), ইসপার হুদা তাবিব (১৮), মেহেদী হাসান (১৮), আবিদ শাহরিয়ার সিফাত (১৮), আহনাফ মাহি (১৮) ও সাইফুল ইসলাম (১৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভা রামদি ওবায়দুল কাদের এমপি সড়কে (বাইপাস) গভীর রাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা চিৎকার-চেঁচামেচি করে আসছিল। স্থানীয়রা চেষ্টা করেও তাদের ওই স্থান থেকে সরাতে পারেনি। নিরুপায় হয়ে আশপাশের তাঁরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ওই সড়কে গভীর রাতে প্রায় বিভিন্ন ধরনের অপরাধের খবর পাওয়া যায়। রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের চিৎকার ও উচ্ছৃঙ্খল আচরণের খবর পেয়ে তাঁদের আটক করা হয়েছে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির