হোম > সারা দেশ > নোয়াখালী

মধ্যরাতে চিৎকার-চেঁচামেচি, কিশোর গ্যাংয়ের ১২ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মধ্যরাতে চিৎকার-চেঁচামেচির অভিযোগে ১২ কিশোরকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে ৩৪ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে শুক্রবার রাত ২টার দিকে পৌরসভার ওবায়দুল কাদের এমপি সড়ক (বাইপাস) থেকে তাঁদের আটক করা হয়। তাঁরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ। 

আটকেরা হলেন—তাহসিন সালমান (১৮), মাহমুদুর রহমান জিসান (১৮), সৈকত হোসেন (২২), আবদুল আল মামুন (১৮), ইকবাল তাহসিন (১৮), আরিফুর রহমান (১৮), মোনতাকিম হোসেন (১৮), ইসপার হুদা তাবিব (১৮), মেহেদী হাসান (১৮), আবিদ শাহরিয়ার সিফাত (১৮), আহনাফ মাহি (১৮) ও সাইফুল ইসলাম (১৮)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভা রামদি ওবায়দুল কাদের এমপি সড়কে (বাইপাস) গভীর রাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা চিৎকার-চেঁচামেচি করে আসছিল। স্থানীয়রা চেষ্টা করেও তাদের ওই স্থান থেকে সরাতে পারেনি। নিরুপায় হয়ে আশপাশের তাঁরা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১২ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী জানান, ওই সড়কে গভীর রাতে প্রায় বিভিন্ন ধরনের অপরাধের খবর পাওয়া যায়। রাতে কিশোর গ্যাংয়ের সদস্যদের চিৎকার ও উচ্ছৃঙ্খল আচরণের খবর পেয়ে তাঁদের আটক করা হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু