হোম > সারা দেশ > নোয়াখালী

পরিত্যক্ত জমি থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার একটি পরিত্যক্ত স্থান থেকে শাহানাজ আক্তার প্রিয়তা (২১) নামে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টায় বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামাইরটেক থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শাহনাজ আক্তার প্রিয়তা পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁইয়ার হাট এলাকার নবী হোসেনের মেয়ে। তিনি বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ইয়াছিন মোল্লা বাড়ি তাঁর নানা বাড়ি থেকে সরকারি মুজিব কলেজে স্নাতকে পড়তেন। সেই সঙ্গে তিনি বসুরহাট মডার্ন হসপিটালে শিক্ষানবিশ নার্স হিসেবে কাজ করতেন। 

পুলিশ বলছে, স্থানীয় কিছু ব্যক্তি সকালে একটি পরিত্যক্ত জমিতে এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি কোম্পানীগঞ্জ থানাকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে। তাঁর শরীরে আঘাতের কিছু চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির