হোম > সারা দেশ > নোয়াখালী

পরিত্যক্ত জমি থেকে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার একটি পরিত্যক্ত স্থান থেকে শাহানাজ আক্তার প্রিয়তা (২১) নামে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টায় বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জামাইরটেক থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শাহনাজ আক্তার প্রিয়তা পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁইয়ার হাট এলাকার নবী হোসেনের মেয়ে। তিনি বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ইয়াছিন মোল্লা বাড়ি তাঁর নানা বাড়ি থেকে সরকারি মুজিব কলেজে স্নাতকে পড়তেন। সেই সঙ্গে তিনি বসুরহাট মডার্ন হসপিটালে শিক্ষানবিশ নার্স হিসেবে কাজ করতেন। 

পুলিশ বলছে, স্থানীয় কিছু ব্যক্তি সকালে একটি পরিত্যক্ত জমিতে এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি কোম্পানীগঞ্জ থানাকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে। তাঁর শরীরে আঘাতের কিছু চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু