হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষ: পাঁচ দিনে ব্যাটারিচালিত রিকশার ৫৬ চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সর্বশেষ পাঁচজন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলায় গত পাঁচ দিনে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার চান্দগাঁও থানা–পুলিশ এই তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই ব্যাটারিচালিত রিকশাচালক বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২৩ এপ্রিল সকালে নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ওই সময় সড়ক থেকে তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছায়। ওই ঘটনায় ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, সংঘর্ষের ঘটনায় চান্দগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া একটি মামলায় আজ পর্যন্ত পুলিশের ধারাবাহিক অভিযানে ৫৬ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে আজ সর্বশেষ পাঁচজন গ্রেপ্তার হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঘটনার দিন ভাঙচুর, নাশকতা, পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগ রয়েছে।

পুলিশের তথ্যে, সংঘর্ষের ঘটনার পরপরই পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া ওই দিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাটারিচালিত বিভিন্ন রিকশার গ্যারেজগুলো বন্ধ করে দেওয়া হয়।

আজ গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন শাকিল (২৬), মোরশেদ আলম (২৭), হারাধন দে (৫৫), জুয়েল (৩০) ও সালাউদ্দিন (২৫)।

চট্টগ্রাম নগর পুলিশ সম্প্রতি ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে। ২৩ এপ্রিল পর্যন্ত নগর ট্রাফিকের চার বিভাগের অভিযানে ৩ হাজার ১৬৮টি ব্যাটারিচালিত রিকশা জব্দের কথা জানিয়েছিল নগর পুলিশ।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল