হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম সাড়ে ৩ মাসে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। যা গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ। 

রোববার দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৯৭ জন ও নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪৫ জন। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার প্রায় ২৭ শতাংশ। একই সময়ে তিনজন মারা গেছেন। এর আগে গত বছরের ৬ অক্টোবর করোনায় তিনজনের মৃত্যু হয়।

শনিবার এক হাজার ৯৮৩ জনের নমুনা পরীক্ষায় ৫৫০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২৮ শতাংশ। যা সব বিভাগের চেয়ে চট্টগ্রামে করোনা শনাক্ত ও আক্রান্তের হার বেশি ছিল। যেখানে এর আগের দিন শুক্রবার শনাক্তের হার ছিল ১২ শতাংশ।

চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১ হাজার ৩৩৮ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৪ হাজার ৯৭৭ জনের। ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ