হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধ সম্পদ অর্জন: সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১ কোটি ৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে জেলা পুলিশের সাবেক এক পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা সমন্বিত-১ কার্যালয়ে মামলাটি করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. এমরান হোসেন। 

মামলায় অভিযুক্ত কর্মকর্তা হলেন চট্টগ্রাম জেলা পুলিশের সাবেক পরিদর্শক মো. শাহ আলম (৫৯)। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার নহল গ্রামের মাস্টার বাড়ির ছেলে। বর্তমানে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আ/এ এলাকায় বসবাস করেন। মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এর ইনচার্জ ও উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত। 

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় এই মামলা হয়েছে বলে জানান তিনি। 

মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০২২ সালের ২৩ মে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে সাবেক পুলিশ কর্মকর্তা মো. শাহ আলম নিজ নামে ৭১ লাখ ৫ হাজার ৬৫০ টাকার স্থাবর সম্পদ এবং ১ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ৩০৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১ কোটি ৯৯ লাখ ৬২ হাজার ৯৫৪ টাকা মূল্যের সম্পদ অর্জন এবং ১৬ লাখ ৯৭ হাজার টাকা ঋণ থাকার ঘোষণা প্রদান করেছেন। 

এর মধ্যে ১ কোটি ৭ লাখ ৪১ হাজার ৭২১ টাকার মূল্যের সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে দুদক জানায়।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ