হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার আইকনিক স্টেশন এলাকায় বিলবোর্ড, অপসারণের অনুরোধ রেলওয়ের 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের পাশে ঝুঁকিপূর্ণভাবে বিভিন্ন কোম্পানির বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। এসব বিলবোর্ডগুলোর মাধ্যমে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন শঙ্কা প্রকাশ করে বিলবোর্ড অপসারণের জন্য কক্সবাজার জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে রেলওয়ে প্রশাসন। গত ১৪ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে এই চিঠি দেওয়া হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়, গত বছরের ১ ডিসেম্বর থেকে ঢাকা–চট্টগ্রাম–কক্সবাজার রুটে বাণিজ্যিক ভিত্তিতে ট্রেন চলাচল শুরু হয়। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন একটি আধুনিক সুবিধা সংবলিত স্টেশন। যার সামনে পার্কিং ও ঝিনুক আকৃতির পানির ফোয়ারা স্টেশনের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কক্সবাজার স্টেশনের সীমানার বাইরে স্টেশন সংলগ্ন আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ বিল বোর্ড স্থাপন করার ফলে স্টেশনের সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে। 

চিঠিতে উল্লেখ আরও উল্লেখ করা হয়, এ ছাড়া ঝোড়ো আবহাওয়ায় তথা প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ বিলবোর্ডগুলো ভেঙে যেতে পারে বা ঝোড়ো বাতাসে বিল বোর্ডগুলো উড়ে গিয়ে কক্সবাজার স্টেশন ভবনে আঘাতের পাশাপাশি যত্রতত্র পড়ে জান-মালের ক্ষতিসহ বড় দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। 

তাই কক্সবাজার স্টেশনের সৌন্দর্য রক্ষা, ভবনের ক্ষয়ক্ষতি ও জনসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে স্টেশনের সীমানার বাইরে আবাসিক ভবন এবং রাস্তার পাশে স্থাপিত ঝুঁকিপূর্ণ বিল বোর্ডগুলো জরুরি ভিত্তিতে অপসারণ করা প্রয়োজন। 

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) তারেক মো. ইমরান আজকের পত্রিকাকে বলেন, ছয়তলা বিশিষ্ট আইকনিক রেলওয়ে স্টেশনের পাশে বিলবোর্ড সৌন্দর্যহানি করবে। কারণ স্টেশনটি বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন। এই স্টেশনের পাশের সড়ক দিয়ে হাজার হাজার যাত্রী চলাচল করছে। তাই ঝুঁকির কথা মাথায় রেখে বিলবোর্ড অপসারণের জন্য অনুরোধ করা হয়েছে। 

এই বিষয়ে জানতে কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি