হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ছাত্র আন্দোলনে নিহত আফনান এইচএসসিতে পাস, মায়ের স্বপ্ন অধরা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাদ আল আফনান এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৪.১৭ পেয়েছেন তিনি। জেলার ভিক্টোরিয়া কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন আফনান। ফলাফলে সন্তুষ্ট হলেও তাঁকে বিদেশে পড়ালেখা করানোর স্বপ্ন অধরা রয়ে গেল মায়ের। 

আফনান লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনাল এলাকার মৃত সালেহ আহমেদের ছেলে। আজ বুধবার সকালে নিহত আফনানের মা নাছিমা বেগম নিজেদের বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে ছেলের এইচএসসি পরীক্ষার ফলাফল দেখিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। 

বৈষম্যবিরোধী আন্দোলনে গিয়ে যুবলীগ নেতা-কর্মীর গুলিতে সাদ আল আফনান নিহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন নাছিমা বেগম। তিনি বলেন, ‘জড়িতরা এখনো বাইরে রয়েছেন। অথচ ছেলে কবরে শুয়ে আছে। অনতিবিলম্বে সাবেক জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান সালাউদ্দিন টিপুসহ জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।’ 

নাছিমা বেগম বলেন, এইচএসসি পাস করার পর আফনান বিদেশে পড়ালেখা করে উচ্চতর ডিগ্রি অর্জন করবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করবে—এই স্বপ্ন ছিল আমাদের। কিন্তু আফনান ঠিকই এইচএসসি পাস করছে। কিন্তু বিদেশে আর পড়ালেখা করা হয়নি। সব আশা-ভরসা শেষ হয়ে গেছে। এখন আর কেউ রইল না। আফনান নিহত হওয়ার তিন মাসে আগে বিদেশে মারা যান তাঁর বাবা।আফনানের সহপাঠী ও শিক্ষকেরা জানান, আফনান পরীক্ষায় পাস করেছেন। তিনি বেঁচে নেই। কিন্তু তাঁর সবকিছু তাঁদের কাছে বেঁচে আছে। আফনান তাঁদের মাঝে সারা জীবন বেঁচে থাকবেন। 

ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, ‘সাদ আল আফনান ছিল ক্লাসের সবচেয়ে মেধাবী ও নম্র-ভদ্র শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে প্রথম নিহত হয় আফনান। তবে আফনান মারা গেলেও সে আমাদের মাঝে চিরদিন অমর হয়ে থাকবে।’ 

গত ৪ আগস্ট জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় নিজের বাসার ছাদ থেকে প্রকাশ্যে এ কে এম সালাউদ্দিন টিপুর নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় সাদ আল আফনানসহ চার শিক্ষার্থী নিহত এবং তিন শতাধিক লোক গুলিবিদ্ধ হন।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা