হোম > সারা দেশ > ফেনী

ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় প্রধান শিক্ষক কারাগারে

ফেনী প্রতিনিধি  

ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তসলিম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তসলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জেলা শহর থেকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চরহুজুরী গ্রামের আজিম হাজী বাড়ির শরীয়ত উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

ফেনী মডেল থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় ফেনী মডেল থানায় করা একটি মামলার এজাহারনামীয় আসামি গিয়াস উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা শহরের ট্রাংক রোড এলাকা থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়