হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ উপনির্বাচন: আ. লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২৫ জন 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম–৮ (বোয়ালখালী-চান্দগাঁও) সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৫ জন। গতকাল সোমবার ও আজ দুদিনে উপনির্বাচনে প্রার্থী হতে আগ্রহীরা এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামীকাল বুধবার বেলা সাড়ে ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

সূত্রে জানা গেছে, দুই দিনে মোট ২৫ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কালকেও মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রথম দিনে ১৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামও।

এ ছাড়া আছেন–প্রয়াত সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, শিল্পপতি সুকুমার চৌধুরী, এটিএম আলী রিয়াজ খান, এস এম কফিল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ জাহেদুল হক, মো. সাইফুল ইসলাম, আশেক রসুল খান, জহুর চৌধুরী ও মোহাম্মদ মনছুর আলম।

আজ মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২ জন। এরা হলেন-শিরিন আহমেদ, আহমেদ ফয়সাল চৌধুরী, বিজয় কুমার চৌধুরী, নোমান আল মাহমুদ, মো. আবু তাহের, কফিল উদ্দিন খান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মো. এমরান, সাইফুদ্দিন আহমেদ রিব, মোহাম্মদ আব্দুল কাদের, এসএম আবুল কালাম ও এএ নুরুল ইসলাম।

আগামী ২৫ মার্চ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। আর ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে উপ নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ মার্চ।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে