হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে যুবলীগ নেতা গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা শহরের আর্মিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শহরের বাসস্টেশন এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, বান্দরবান শহরের ক্যংয়ের মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও প্রাণনাশের হুমকি, নৈরাজ্য সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে র‍্যাব-১৫–এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হাবিব আল মাহমুদের দায়ের করা মামলার এজাহারনামীয় ২৪ নম্বর আসামি আবু তৈয়ব চৌধুরী। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে কারাগারে প্রেরণ করা হবে। 

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি আবু তৈয়ব। তাঁর নামে চারটি মামলা হলে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

গত ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টি ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে বান্দরবান সদর থানায় বিএনপির পক্ষ থেকে দুটিসহ মোট পাঁচটি মামলা দায়ের করা হয়। আবু তৈয়ব চৌধুরী চারটি মামলার আসামি।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির