হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

এবার বেঁকে যাওয়া রেল লাইনের ৮ স্থানে কাটা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুর এলাকায় অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে যাওয়া রেললাইনের ১২৬ ফুট পরপর আটটি স্থানে কাটা হচ্ছে। আজ বুধবার ক্ষতিগ্রস্ত অংশে রেললাইন কাটার কাজ শুরু করেন রেলকর্মীরা। এই কাজ শেষ হতে পাঁচ-সাতদিন সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ। 

দারিয়াপুর এলাকায় রেললাইনের আটটি স্থানে কাটা শেষে কাঠের স্লিপার সরিয়ে পিসি স্লিপার (সিমেন্টের) বসানো হবে। এদিকে আপ লাইনে ক্ষতিগ্রস্ত এলাকায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। 

আখাউড়া রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মনিরুল ইসলাম বলেন, ‘দারিয়াপুর এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ৬২৫টি স্লিপার ভেঙে গেছে। আপলাইনে দুই কিলোমিটার ২০০ মিটার পরপর রেললাইনে জয়েন্ট রয়েছে। এটিকে বাফার বলা হয়। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেললাইন লম্বা হয়ে যায়। তাই বেকে যাওয়া প্রতিরোধে দারিয়াপুর এলাকায় ১২৬ ফুট পরপর আটটি পয়েন্টে রেললাইন কাটা হবে। এখন রেল লাইন কাটার কাজ চলছে।’ 

এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান আখাউড়া রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান তারেক। তিনি বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন এলে লাল নিশানা উড়িয়ে কাজ বন্ধ রেখে ট্রেন যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ট্রেন চলে গেলে আবার কাজ শুরু করা হয়। এই কাজ শেষ হতে পাঁচ-সাত দিন সময় লাগবে।’ 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, ‘আপলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু গোকর্ণ লেভেল ক্রসিং এলাকা থেকে দুর্ঘটনাকবলিত দারিয়াপুর পর্যন্ত আপলাইনের সব ট্রেন ১০ কিলোমিটার গতিতে চলাচল করছে।’ 

অতিরিক্ত তাপমাত্রায় রেল লাইন বেকে যাওয়ায় গত বৃহস্পতিবার বেলা ১টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত আপ লাইনে রেল চলাচল বন্ধ থাকে। এর পরদিন শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত বন্ধ থাকে রেল চলাচল।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার