হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে স্কুল থেকে চুরি হওয়া শিশু ৪ দিন পর উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে চুরি হওয়া ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে চার দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত দেড়টার দিকে উপজেলার উপকূল সরকারি কলেজের সামনে শিশু উদ্ধারের এই ঘটনা ঘটে। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ‘চুরির চার দিন পর সুস্থ অবস্থায় উপকূল সরকারি কলেজের সামনের সড়ক থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত নারীকে এখনো চিহ্নিত করা যায়নি। তাঁকে চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’ 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত দেড়টায় উপকূল সরকারি কলেজের সামনে লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে শিশুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিচয় জেনে পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়। চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে পুলিশের অভিযানের একপর্যায়ে জড়িতরা শিশুটিকে সড়কের ওপর ফেলে পালিয়ে যান বলে জানায় পুলিশ। 

গত বৃহস্পতিবার সকালে কমলনগর উপজেলার তোরাবগঞ্জের অগ্রণী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিতে ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহিকে ও তার বোন সাবিহা ইসলাম মিহিকে নিয়ে মা মরিয়ম বেগম সেখানে আসেন। মিহি ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, সে যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশ নেয়। এতে ঘটনার সময় ওহিকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখেন। 

পরে অপরিচিত এক নারী ওহিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে চুরি করে নিয়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এতে দেখা যায় লাল স্কার্ফ ও কালো বোরকা পরা এক নারী শিশু ওহিকে নিয়ে বিদ্যালয় থেকে বের হয়ে যান। তবে তাঁকে কেউ চিনতে পারেননি। এই ঘটনায় ওই দিন রাতে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে শিশুটিকে উদ্ধারের দাবিতে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসী।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ