হোম > সারা দেশ > চট্টগ্রাম

হত্যাচেষ্টাসহ ৫ মামলায় সাবেক এমপি নদভী কারাগারে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ড. আবু রেজা মুহাম্মদ নদভী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে হত্যাচেষ্টাসহ পাঁচ মামলায় সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নদভীকে কারাগার পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় ওই সব মামলার শুনানিতে হাজির করতে নদভীকে ঢাকা কারাগার থেকে চট্টগ্রামে আনা হয়। সকাল ৯টার দিকে তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।

আদালতের পরিদর্শক হাবিবুর রহমান তথ্যের সত্যতা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ সাবেক সংসদ সদস্য নদভীকে আদালতে হাজির করে লোহাগাড়া থানার তিন মামলা এবং সাতকানিয়া থানার দুই মামলায় গ্রেপ্তার এবং ৭ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন না মঞ্জুর করে তাকে ওই সব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

আদালত সূত্রে জানা গেছে, লোহাগাড়া থানার তিনটি মামলার মধ্যে দুটি বিস্ফোরক আইন এবং একটি হত্যা চেষ্টা মামলা। আর সাতকানিয়া থানার দুটি মামলা বিস্ফোরক আইনে দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর রাতে চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া-লোহাগাড়া) সাবেক সংসদ সদস্যকে আবু রেজা মুহাম্মদ নদভী রাজধানীর উত্তরা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৬ ডিসেম্বর তাঁকে রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল