হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নিখোঁজের দুই দিন পর নোয়াখালীর হাতিয়ায় একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে শিশু দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার ওই পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

গত শুক্রবার সকালে নিজদের বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু দুজন। সম্পর্কে তারা দুজন মামাতো-ফুপাতো ভাই। 

নিহত দুই শিশু হলো—সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের ছেলে অন্তর (৭) এবং একই এলাকারা আজহার উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন (৫)। 

নিহতের স্বজনেরা বলছেন, গত শুক্রবার বাড়ি থেকে খেলতে গিয়ে আর ফিরে আসেনি তারা। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে আজ সকালে এলাকার লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে সংবাদ দেয়। 

এ ঘটনায় সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে নিহত শিশুদের মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন তাঁকে জানায়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুদের স্বজনদের সঙ্গে কথা বলেন। প্রাথমিকভাবে পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিয়া থানার পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, দুই শিশু নিহত হওয়ার বিষয়টি এলাকার লোকজন মোবাইল ফোনে জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে