হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নিখোঁজের দুই দিন পর নোয়াখালীর হাতিয়ায় একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে শিশু দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার ওই পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

গত শুক্রবার সকালে নিজদের বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু দুজন। সম্পর্কে তারা দুজন মামাতো-ফুপাতো ভাই। 

নিহত দুই শিশু হলো—সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের নুরনবী ফকিরের ছেলে অন্তর (৭) এবং একই এলাকারা আজহার উদ্দিনের ছেলে রাসেল উদ্দিন (৫)। 

নিহতের স্বজনেরা বলছেন, গত শুক্রবার বাড়ি থেকে খেলতে গিয়ে আর ফিরে আসেনি তারা। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে আজ সকালে এলাকার লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে সংবাদ দেয়। 

এ ঘটনায় সোনাদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে নিহত শিশুদের মরদেহ ভাসতে দেখে এলাকার লোকজন তাঁকে জানায়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে শিশুদের স্বজনদের সঙ্গে কথা বলেন। প্রাথমিকভাবে পুকুরে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিয়া থানার পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে।’ 

এ ব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, দুই শিশু নিহত হওয়ার বিষয়টি এলাকার লোকজন মোবাইল ফোনে জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু