হোম > সারা দেশ > চাঁদপুর

মতলব উত্তরে মাছ ধরতে গিয়ে গোখরা সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে মাছ ধরতে গিয়ে খৈয়া গোখরা সাপের কামড়ে মো. লিটন খান (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। 

লিটন খানের বাড়ি ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে। তিনি এক ছেলে ও দুই মেয়েসন্তানের বাবা। তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ। 

স্থানীয় লোকজন জানান, গতকাল সন্ধ্যার দিকে বাড়ির পাশের খালে জাল দিয়ে মাছ ধরতে গেলে লিটন খানকে খৈয়া গোখরা সাপ কামড় দেয়। তাৎক্ষণিক তিনি সাপটি জালে আটকে বাড়িতে নিয়ে আসেন। সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে বাড়ির লোকজন লিটনকে রাত সাড়ে ৮টার দিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাঢ়ীকান্দি গ্রামের মো. সৈয়দ খান জানান, লিটন কৃষিকাজ করতেন। শখের বসে খালেবিলে মাছ ধরতেন। গতকাল সন্ধ্যায় তিনি পাশের বিলে রিং জাল দিয়ে মাছ সংগ্রহ করতে গেলে খৈয়া গোখরা সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হাসিবুল ইসলাম বলেন, খৈয়া গোখরা সাপের কামড়ে শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝরে। সাপের কামড়ানোর পর লিটনকে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত ছিল।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ