হোম > সারা দেশ > কুমিল্লা

শিশুকে অপহরণের পর হত্যা: কুমিল্লায় ৩ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর শিশুকে (৫) হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল (জেলা ও দায়রা জজ) এর বিচারক মোছাম্মদ মরিয়ম-মুন-মুঞ্জুরী এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত। 

মামলার রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি মো. মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলায় রাষ্ট্রপক্ষের ২৯ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমা নিত হওয়ায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। এ ছাড়া একই উপজেলার শুশুন্ডা গ্রামের মো. হোসেনের ছেলে আলাউদ্দিনের (৩১) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস প্রদান করেন। 

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন–মুরাদনগর উপজেলার বোড়ারচর গ্রামের বাসিন্দা মো. ময়নাল হোসেন (৩৩), মো. নাজমুল হাছান (৩০), মো. শাহীন খান ওরফে শাহীন মিয়া (২০) এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হলেন–একই গ্রামের মো. রবিউল হাসান (৩৪)। রায় ঘোষণাকালে আদালত কাঠগড়ায় আসামি মো. শাহীন খান ওরফে শাহীন মিয়া অনুপস্থিত ছিলেন। 

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি রাতে মুরাদনগর উপজেলার গাংগাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে শিশু আব্দুর রহমানকে অপহরণ করে তার ফুপা নাজমুল হাছান ও তার সহযোগীরা। পরে শিশুটির বাবা ওমান প্রবাসী ফারুক মিয়ার কাছে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকা দাবি করে। 

এ ঘটনায় শিশুর বাবা অজ্ঞাতদের আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান মুরাদনগর থানার তৎকালীন এসআই হামিদুল ইসলাম। তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণের ৩৮ দিন পর ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তারসহ শ্বাসরোধে হত্যার পর মাটিতে পুঁতে রাখা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। 

নিহত শিশুর মা শাহিনুর বেগম বলেন, ‘ছেলেকে আর ফিরে পাব না, কিন্তু আদালতের এ রায়ে আমার ছেলের আত্মা শান্তি পাবে। আমরা চাই আদালতের এ রায় যেন দ্রুত কার্যকর করা হয়।’

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়