হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে হেলে পড়ল চারতলা ভবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ভূমিকম্পের পর একটি চারতলা ভবন পাশের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই দুই ভবনের বাসিন্দারা।

আজ শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে সারা দেশে ৬ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। আগে থেকে হেলে থাকা ভবনটির ওপরের অংশটি ভূমিকম্পের পর পাশের ভবনে গিয়ে পড়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, ৪২৯ /এ কাপাসগোলা সড়কের (উর্দু গলি) রহমান ভিলাটি পাশের ফরিদ মিয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনে গিয়ে হেলে পড়েছে। তবে ওই ভবনের দ্বিতীয় তলা থেকে নিচতলা পর্যন্ত দুই ফুটের মতো ফাঁক রয়েছে। কিন্তু ওপরের তিনতলা থেকে ছাদ পর্যন্ত অংশটি পাশের ভবনে লেগে গেছে। 

রহমান ভিলার নিচতলার বাসিন্দা খায়রুল ইসলাম বলেন, ‘হেলে পড়ার পরও ভবন মালিকের কোনো পদক্ষেপ নেই। আমরা এখন খুব অনিরাপদে বসবাস করছি।’ 

দ্বিতীয় তলার আরেক বাসিন্দা রৌশন চৌধুরী বলেন, ‘জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে পুরো ভবনের বাসিন্দারা। আমরা খুব শিগগিরই বাসা ছেড়ে দেব।’ 

রহমান ভিলার কেয়ারটেকার চৌধুরী বাবু বলেন, হেলে পড়ার বিষয়টি ভবন মালিককে জানানো হয়েছে। 

হেলে পড়া ভবনের মালিক মো. ফরিদ উদ্দিন বলেন, `হেলে পড়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। তবে আমার ভবনটি অনেক শক্ত হওয়ায় এর কিছু হবে না।' 

মো. ফরিদ উদ্দিন বলেন, ‘যদিও ভবনটি আগে থেকে একটু হেলে পড়েছিল। তখন ফাঁকও ছিল। ভোরে ভূমিকম্পের পর পাশের ভবনে একেবারে লেগে গেছে। তবে বিষয়টি এখনো কাউকে জানায়নি। 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, ‘বিষয়টি জেনেছি। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’ 

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে