হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক দুজন। ছবি: সংগৃহীত

নোয়াখালীতে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করা আকরাম হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁর সহযোগী অ্যাডভোকেট জলিল হোসেনকেও (৩৯) আটক করা হয়। গতকাল বুধবার রাতে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হচ্ছেন, জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবিলী এবং সদর উপজেলার চুল্লাডগি গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনী থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তাঁর সহযোগী মোহাম্মদ জলিল হোসেনকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, আকরাম ও জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে মামলা মীমাংসার কথা বলে টাকা আদায় করে আসছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে। তাঁদের প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার