হোম > সারা দেশ > ফেনী

ছাগলনাইয়াতে বৈঠকেই সালিসকারীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়াতে জমিসংক্রান্ত বিরোধের জেরে সালিসের মধ্যে আবদুর রউফ (৭০) নামের এক সালিসকারীকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মামুন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ছাগলনাইয়া উপজেলার গন্ধর্ব্যপুর গ্রামের আমজাদ আলী মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতের ছেলে আবদুল মমিন (৩৮) বাদী হয়ে মো. মামুনকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ মামলায় মামুনের স্ত্রী ও দুই ছেলেকেও আসামি করা হয়েছে।  

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রাতেই মো. মামুন (৪৫), তার স্ত্রী রোকসানা বেগম (৩৮) এবং আসামি আবুল মনছুরকে (৫২) আটক করেছে। 

পুলিশ ও এলাকাবাসী জানান, ছাগলনাইয়া উপজেলার গন্ধব্যপুর গ্রামের আমজাদ আলী মজুমদার বাড়ির মৃত মফিজুর রহমানের দুই ছেলে মিজানুর রহমান ও মো. মামুনের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। বিরোধ মীমাংসার লক্ষ্যে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তাদের নিজ বাড়িতে এক সালিস বৈঠক বসে। সালিসে মিজান ও মামুন এবং তাদের সহযোগীদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায় ঝগড়া শুরু হয়। 

একই বাড়ির সালিসকারী আবদুর রউফ দুই ভাইকে শান্ত করার চেষ্টা করেন। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে মামুন, রোকসানা, আবুল মনছুর, আরমান ও ইমাম হোসেন দা, ছুরি ইত্যাদি নিয়ে সালিসকারী আবদুর রউফের ওপর হামলা চালায়। হামলাকারীদের ছুরিকাঘাত ও দায়ের কোপে গুরুতর আহত হন আবদুর রউফ। পরে তাঁকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে আবদুল মমিন জানান, মামুন ও তার সহযোগীরা বিনা উসকানিতে তার পিতার ওপর হামলা চালিয়েছে। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

স্থানীয় ইউপি সদস্য মুছা আহাম্মদ ভূঞা জানান, নিহত আবদুর রউফ ২ ছেলে ও ৪ মেয়ের পিতা। নিজ এলাকায় একটি চায়ের দোকান করে তিনি জীবিকা নির্বাহ করতেন। 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু