হোম > সারা দেশ > খাগড়াছড়ি

পাহাড়ে ত্রিপুরাদের ঐতিহ্যবাহী বৈসু উৎসব শুরু

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব বৈসু শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। 

‘চিনি হুকুমু, চিনি সিনিমুং’ অর্থাৎ ‘আমাদের সংস্কৃতি আমাদের পরিচয়’ এই স্লোগানে হচ্ছে এবারের বৈসু উৎসব। 

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারপর বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের যৌথ উদ্যোগে খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের গড়িয়া নৃত্য, বৈসু নৃত্যসহ বিভিন্ন ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ত্রিপুরাদের নিজস্ব সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে বৈসু র‍্যালির মধ্য দিয়ে অন্যান্য জাতি-গোষ্ঠীর ও সংস্কৃতির যাঁরা আছেন তাদের মধ্যে মেলবন্ধন সৃষ্টি হবে। সব সংস্কৃতির মধ্য দিয়েই ঐক্যের বন্ধন সৃষ্টি করতে চাই। 

ঐতিহ্যবাহী বৈসু উৎসব উপলক্ষে হাজার ত্রিপুরা নারী-পুরুষ, তরুণ-তরুণীরা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক রিনাই-রিসা, পুরুষেরা ধুতি-কুটি ও রিসা পরিধান করে র‍্যালিতে অংশ নেন। 

অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য হিরন জয়, শতরুপা চাকমা, কল্যাণ মিত্র বড়ুয়া, খোকনেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরাসহ ত্রিপুরা সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার