হোম > সারা দেশ > কুমিল্লা

বাল্যবিবাহের আয়োজনে ইউএনও এসেছেন শুনে এলেন না বর, কনের মাকে জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

বর প্রবাসী। তাই মা রাজি হয়ে যান তাঁর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ে দিতে। ঘটা করেই বিয়ের আয়োজন করা হয়। নানান পদের মুখরোচক খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন চলছিল। এমন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজির হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন। এদিকে ইউএনওর উপস্থিতির খবরে বিয়ের বাড়িতে যাননি বর।

এ ঘটনা কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা এলাকায়। 

ইউএনও হাজির হয়ে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন। এ ছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত বিয়ে দেবেন না–এ মর্মে মায়ের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়। 

প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার বেড়াখলা এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের আয়োজন চলছিল। এমন খবর পেয়ে ইউএনও স ম আজহারুল ইসলাম সেখানে যান। তাঁরা কনের বাড়িতে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে কনের মা স্বীকার করেন তাঁর মেয়ে অপ্রাপ্তবয়স্ক। এ কারণে কনের মায়ের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। 

অভিযানে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল, সাইফুল ইসলাম আলাউল আকবর ও ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও স ম আজহারুল ইসলাম বলেন, বাল্যবিবাহ বেআইনি। বাল্যবিবাহের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে বিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিয়ে আয়োজনের জন্য মেয়েটির মা দায়ী। এ কারণে তাঁকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না–এ মর্মে মায়ের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়। 

এ ছাড়া সেখানে বরপক্ষের আসার কথা থাকলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে তারা আর আসেনি বলে জানান তিনি।

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার