হোম > সারা দেশ > কুমিল্লা

লাকসামে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস চা দোকানে, নিহত ২

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশে থাকা একটি চায়ের দোকানে উঠে যায়। এ সময় দোকানে থাকা এক কর্মচারী ও গাড়িতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার পোলাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার লাকসাম ক্রসিং ফাঁড়ির পরিদর্শক কাইয়ুম উদ্দীন চৌধুরী। 

এ ঘটনায় নিহতরা হলেন গাড়ির যাত্রী নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাংলাবাজার এলাকার মৃত হারেছ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৫২) এবং দোকানের কর্মচারী স্থানীয় পোলাইয়া এলাকার চাঁন মিয়ার ছেলে জাকির হোসেন (৩৭)। দুর্ঘটনায় আহত চালকসহ তিনজনকে গুরুতর আহত অবস্থা লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। 

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের কর্মকর্তা কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, সকাল ৯টার দিকে কুমিল্লা থেকে একটি মাইক্রোবাস তিনজন যাত্রী নিয়ে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় পোলাইয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চা-দোকানে গিয়ে ধাক্কা দেয় গাড়িটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক। 

পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ