কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে সাড়ে ১৬ কেজি ওজনের কোরাল মাছ। গতকাল শনিবার রাতে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপড়া এলাকার নাফ নদীতে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, প্রতিদিনের মতো মাছ শিকারে যান মাহারাজার ছেলে মোস্তাক। তিনি পেশায় জেলে। নাফ নদীতে বড়শি ফেলে অপেক্ষা করছিলেন। কিছু সময়ে পরই টান টের পান। সুতা গোটানো শুরু করেন। একদম কাছাকাছি চলে এলে বুঝতে পারে বড়শিতে ধরা পড়েছে বিশাল মাছ। কৌশলে মাছটি তীরে তুলে কানজরপাড়া বাজারে নিয়ে যান। মাছ দেখতে উৎসুক জনতার ভিড় করে থাকে। স্থানীয় ব্যবসায়ী মনু মিয়া ৫০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহজালাল জানান, নাফ নদীতে সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না। প্রায় সময় ৪ / ৫ কেজি ওজনের মাছ ধরা পড়ে।