হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে যুবক হত্যায় ২ ভাইয়ের যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে কামরুল ইসলাম সাগর (২০) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

পৃথক একটি ধারায় তাঁদের আরও দশ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন। 

নিহত কামরুল ইসলাম সাগরের বাড়ি উপজেলার চরবাটা ইউনিয়নে। দণ্ডপ্রাপ্ত মিঠু চন্দ্র দাস ও জিতু চন্দ্র দাস মধ্য একই গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, একই বাড়িতে বসবাসের সুবাদে দূরসম্পর্কের চাচাতো বোন মমতাজ বেগমের (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে কামরুল ইসলাম সাগরের। তাঁদের সম্পর্ক থাকা অবস্থায় পার্শ্ববর্তী মিঠু চন্দ্র দাসের সঙ্গে মমতাজ বেগমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে ২০১৮ সালের ৮ জুন মিঠুর সঙ্গে সাগরের হাতাহাতি হয়। ওই দিন রাতে সাগরকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মিঠু ও জিতু। 

পরদিন ৯ জুন রাতে মিঠু ও জিতু প্রথমে সাগরকে মারধর এবং পরে তাঁকে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করেন। পরে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তায় ঢুকিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে ফেলে দেয়। পরদিন পুলিশ ওইস্থান থেকে বস্তাবন্দী সাগরের লাশ উদ্ধার করে। 

এ ঘটনায় সাগরের ভাই বাদী হয়ে মিঠু ও জিতুসহ আটজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। 

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি গুলজর আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের উপস্থিতিতে বিজ্ঞ বিচারক রায় দেন। আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামি মিঠু ও জিতুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির