হোম > সারা দেশ > নোয়াখালী

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 

যুবলীগ কর্মী ইউসুফ দফাদার। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা। তাঁকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।

স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর চাটখিল পৌর শহরের বিভিন্ন দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে জয় বাংলা স্লোগান লেখা পোস্টার সাঁটিয়ে আসছিলেন ইউসুফ। সেই সঙ্গে এগুলো বেশ কয়েকবার ফেসবুকে লাইভ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার মোড়ে ইউসুফ স্লোগান দিচ্ছিলেন। এ সময় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী হানিফ গাজী প্রতিবাদ করেন। পরে বাজারের লোকজন হানিফকে সরিয়ে নেন। এরপর ইউসুফ ফেসবুক লাইভে পুনরায় স্লোগান দেন এবং যুবদল কর্মী হানিফকে দেখে নেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পর চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে ইউসুফকে আটক করা হয়।

এ ব্যাপারে চাটখিল থানার ওসি ফিরোজ বলেন, ‘আমরা কয়েক দিন ধরে সন্ত্রাসী যুবলীগ কর্মী ইউসুফকে খুঁজছিলাম। আজ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল