হোম > সারা দেশ > নোয়াখালী

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি 

যুবলীগ কর্মী ইউসুফ দফাদার। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিলে ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ওই যুবলীগ কর্মীর নাম ইউসুফ দফাদার। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুরের দফাদার বাড়ির বাসিন্দা। তাঁকে আটকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।

স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর চাটখিল পৌর শহরের বিভিন্ন দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে জয় বাংলা স্লোগান লেখা পোস্টার সাঁটিয়ে আসছিলেন ইউসুফ। সেই সঙ্গে এগুলো বেশ কয়েকবার ফেসবুকে লাইভ করেছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দারগার বাজার মোড়ে ইউসুফ স্লোগান দিচ্ছিলেন। এ সময় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী হানিফ গাজী প্রতিবাদ করেন। পরে বাজারের লোকজন হানিফকে সরিয়ে নেন। এরপর ইউসুফ ফেসবুক লাইভে পুনরায় স্লোগান দেন এবং যুবদল কর্মী হানিফকে দেখে নেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পর চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে ইউসুফকে আটক করা হয়।

এ ব্যাপারে চাটখিল থানার ওসি ফিরোজ বলেন, ‘আমরা কয়েক দিন ধরে সন্ত্রাসী যুবলীগ কর্মী ইউসুফকে খুঁজছিলাম। আজ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।’

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু