হোম > সারা দেশ > নোয়াখালী

গৃহবধূর ছবি-ভিডিও ধারণ করে চাঁদা দাবির মামলায় যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে কৌশলে গৃহবধূর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে মেহেদী হাসান আসিফ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাইজদী পৌর পার্কের সামনে থেকে মেহেদী হাসান আসিফকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার সকালে তাঁকে সুধারাম মডেল থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। মেহেদী হাসান আসিফ জেলার বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের লুত ড্রাইভার বাড়ির বাসিন্দা।

পুলিশ জানায়, এক গৃহবধূর (১৮) সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় মেহেদী হাসান আসিফের। ওই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে ভিডিও কলসহ কৌশলে গৃহবধূর কিছু অশ্লীল-আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। পরে সেই ছবি-ভিডিও পেনড্রাইভে সংরক্ষণ করে সেসব দেখিয়ে গৃহবধূর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী নারী বিষয়টি জানালে গোয়েন্দা পুলিশ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ওই নারীর মাধ্যমে তাঁকে মাইজদী পৌর পার্কে ডেকে নেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পার্কের গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার যুবককে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির