হোম > সারা দেশ > নোয়াখালী

ব্যানার-প্ল্যাকার্ডে হান্নান মাসউদের ছবি নিয়ে হাতিয়ায় আনন্দ মিছিল, অগ্রভাগে বাবা

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আনন্দমিছিল। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আনন্দমিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আবদুল মালেক।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে আনন্দমিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থানীয় এএম উচ্চবিদ্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওসখালী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আবদুল মালেক, উপজেলা ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, আবীর হোসাইন, ফাহাদ হোসাইন, মো. সোহেল প্রমুখ।

সমাবেশে আবদুল হান্নান মাসউদের বাবা মাওলানা আবদুল মালেক বলেন, ‘আমার ছেলের যে স্বপ্ন, চিন্তাচেতনা তার জন্মস্থান হাতিয়া উপজেলার জন্য, সে স্বপ্ন যেন আল্লাহ তাকে বাস্তবায়নের সুযোগ করে দেন। তার স্বপ্ন বাস্তবায়নে তাকে আপনারা আগামী ভোটে জয়যুক্ত করবেন। তার জন্য দোয়া করবেন। সে যেন সুস্বাস্থ্য নিয়ে আগামীতে হাতিয়াকে গড়তে পারে।’

এ সময় হাতিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি ও সদস্যরা আজকে আত্মপ্রকাশ হওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে নতুন এই দলের ছায়াতলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির