হোম > সারা দেশ > রাঙ্গামাটি

বাঘাইছড়িতে যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার ১, ২, ৩, ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় বাঘাইছড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আয়নামতি আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌর যুবদলের আহ্বায়ক মো. নিজাম উদ্দিন ও সদস্যসচিব মো. ওমর ফারুকের স্বাক্ষরিত পত্রে কমিটি অনুমোদন দেওয়া হয়। 

এ সময় ১ নম্বর ওয়ার্ডে মো. ইলিয়াসকে আহ্বায়ক ও মো. মমিনকে সদস্যসচিব; ২ নম্বর ওয়ার্ডে মো. আলী তারেককে (তারা) আহ্বায়ক ও মো. বশির আহমেদকে সদস্যসচিব; ৩ নম্বর ওয়ার্ডে মো. মনিরকে আহ্বায়ক ও মো. কাইয়ুমকে সদস্যসচিব; ৫ নম্বর ওয়ার্ডে মো. ইকবালকে আহ্বায়ক ও মো. আজগরকে সদস্যসচিব; ৬ নম্বর ওয়ার্ডে মো. মনিরুজ্জামানকে (লাভলু) আহ্বায়ক ও মো. আইয়ুবকে সদস্যসচিব; ৭ নম্বর ওয়ার্ডে মো. ফজল করিমকে আহ্বায়ক ও মো. মোক্তার হোসেনকে সদস্যসচিব; ৯ নম্বর ওয়ার্ডে মো. মোমিনুল হককে আহ্বায়ক ও মো. ওসমান গনিকে সদস্যসচিব করে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। 

পরে পৌর যুবদলের সদস্যসচিব মো. ওমর ফারুকের সঞ্চালনায় এবং পৌর যুবদলের আহ্বায়ক মো. নিজামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন (বাবু) ও প্রধান বক্তা উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, বিশেষ অতিথি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ খাজাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুমোদন দেওয়া সাত আহ্বায়ক কমিটিকে আগামী সাত দিনের মধ্যে বাকি সদস্যদের নাম সংযোজন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ