হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ফেনী প্রতিনিধি

ফেনীতে গ্যাস নেওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে সাইদুল ইসলাম রনি (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে ফেনীর দেবীপুর প্রাইম ফিলিং স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক জাহিদ আলম (২৭) আহত হয়েছেন। তাকে ফেনী সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।   

নিহত সাইদুল ইসলাম রনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের আঁধার মানিক গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানান, সকালে অটোরিকশাচালক জাহিদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশন গ্যাস নেওয়ার জন্য আসেন। সকাল ৭টার দিকে তার অটোরিকশার সিলিন্ডারে গ্যাস দেওয়ার একপর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী সাইদুল ইসলাম মারাত্মকভাবে ঝলসে যান।  পাশে দাঁড়ানো অটোরিকশা চালক জাহিদও আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা মুসলিম উদ্দিন জানান, দুই মাস আগে রনির আক্দ হয়। আগামী সপ্তাহের শুরুর দিকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু মর্মান্তিক এই দুর্ঘটনায় সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের