হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ফেনী প্রতিনিধি

ফেনীতে গ্যাস নেওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে সাইদুল ইসলাম রনি (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৭টার দিকে ফেনীর দেবীপুর প্রাইম ফিলিং স্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালক জাহিদ আলম (২৭) আহত হয়েছেন। তাকে ফেনী সদর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।   

নিহত সাইদুল ইসলাম রনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের আঁধার মানিক গ্রামের নুরুল ইসলামের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা জানান, সকালে অটোরিকশাচালক জাহিদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশন গ্যাস নেওয়ার জন্য আসেন। সকাল ৭টার দিকে তার অটোরিকশার সিলিন্ডারে গ্যাস দেওয়ার একপর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী সাইদুল ইসলাম মারাত্মকভাবে ঝলসে যান।  পাশে দাঁড়ানো অটোরিকশা চালক জাহিদও আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। 

নিহতের চাচা মুসলিম উদ্দিন জানান, দুই মাস আগে রনির আক্দ হয়। আগামী সপ্তাহের শুরুর দিকে তার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু মর্মান্তিক এই দুর্ঘটনায় সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর: চবির উপ-উপাচার্য

ফুটপাতে দোকান চালানো নিয়ে দ্বন্দ্ব, ভাড়াটে খুনি দিয়ে হকারকে হত্যা

চট্টগ্রামে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন

সীতাকুণ্ডে পানবোঝাই পিকআপ খাদে উল্টে দুজন নিহত, আহত ১

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদ্‌রোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর